বিনোদন
ইয়াশ-তটিনীর ‘কী মায়ায় জড়ালে’
স্টাফ রিপোর্টার
১ মে ২০২৫, বৃহস্পতিবার
মাছরাঙা টেলিভিশনে ২রা মে রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘কী মায়ায় জড়ালে’। মজুমদার শিমুলের রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে কেন্দ্র্রীয় চরিত্রে অভিনয় করেছেন- ইয়াশ রোহান ও তটিনী। নাটকটিতে সোহেল ও সুস্মিতা চরিত্রে অভিনয় করেছেন- ইয়াশ রোহান ও তটিনী। দু’জনের ভালোবাসার গল্পকে ঘিরে নির্মিত হয়েছে নাটকটি।