বিনোদন
কাজী শুভ’র কণ্ঠে ‘আমরা শ্রমিক’
স্টাফ রিপোর্টার
১ মে ২০২৫, বৃহস্পতিবার
‘মহান মে দিবস’ উপলক্ষে নতুন একটি গান নিয়ে হাজির হলেন কাজী শুভ। গানের শিরোনাম ‘আমরা শ্রমিক’। আরিফ হোসেন বাবুর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গতকাল শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। এদিকে, শ্রমিকদের এই দিনটি নিয়ে কিংবা শ্রমিকদের উৎসর্গ করে গান খুব একটা তৈরি হয় না এখন। এ গানটি করার কারণ প্রসঙ্গে কাজী শুভ বলেন, যেহেতু আমি একজন কণ্ঠশ্রমিক তাই বন্ধু আরিফ হোসেন বাবুর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেই দেশ-বিদেশের শ্রমিক ভাইবোনদের নিয়ে একটি গান করার। আশা করছি, যাদের জন্য গানটি প্রকাশ করেছি, তাদের কাছে ভালো লাগবে। এদিকে, গত রোজার ঈদে বিভিন্ন ব্যানারে বেশ কিছু গান প্রকাশ হয়েছে কাজী শুভ’র। বর্তমানে নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজী শুভ বলেন, নতুন কিছু গানের কাজ করছি। মূলত এ গানগুলো কোরবানির ঈদে প্রকাশ পাবে। নিজের সুরের বাইরেও একাধিক সুরকারের সুরে গানগুলোর কাজ করছি। আশা করছি, গানগুলো সবার ভালো লাগবে।