বিনোদন
উত্তর আমেরিকায় ‘জংলি’র শুভসূচনা
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
গত ২৫শে এপ্রিল কানাডা, আমেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা। মুক্তির প্রথম ৩ দিনেই কানাডা এবং আমেরিকার বক্স অফিসে ৩৫,০০০ ডলার আয় করেছে ছবিটি। পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এ তথ্য প্রকাশ করেছেন। এর আগে এই প্রতিষ্ঠান থেকেই পরিবেশিত হয়েছিল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা। দুই সিনেমার কথা উল্লেখ করে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রিয়তমা’ উত্তর আমেরিকায় প্রথম ৩ দিনে ৪২টি হল থেকে গ্রস আয় করেছিল ৪৪,০০০ ডলার। ‘জংলি’ সেখানে প্রথম ৩ দিনে ৩৩ হল থেকে আয় করলো ৩৫,০০০ ডলার। ‘প্রিয়তমা’ সিনেমার যে মায়াটা দর্শককে টানছিল, ‘জংলি’র বেলায়ও দর্শকের সে একই রকম এক টান দেখা যাচ্ছে। মানুষ আসলেই মুগ্ধ হচ্ছে; বাংলাদেশের মতো এখানেও একইরকমভাবে সবাই অশ্রুসজল চোখে হল থেকে বের হচ্ছে। ‘প্রিয়তমা’ শেষ পর্যন্ত ১৩২,০০০ ডলার এর বিশাল কালেকশন তুলতে পেরেছিল। ‘জংলি’ সে পর্যন্ত যেতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মাঝে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পায় এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।