বিনোদন
বন্য প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে অভিনেত্রী
বিনোদন ডেস্ক
(১৩ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ১১:৩০ পূর্বাহ্ন

তিন ধরনের বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে পড়েছেন ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম। এই অভিনেত্রীর সিনেমা ‘অল ইউ ইমাজিন অ্যাজ় লাইট’ কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত হয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। ইতিমধ্যেই ভারতের বন দফতরের তরফে আইনি নোটিশ গিয়েছে ছায়ার কাছে। এমনিতেই ভারতে এই তিন প্রাণী হত্যা নিষিদ্ধ। অভিনেত্রী কী ভাবে এই তিন বিরল প্রাণীর মাংস পেলেন তার খোঁজ চালানো হচ্ছে। জানা গিয়েছে, ঠাণে এলাকা থেকে এই মাংস খেয়েছেন অভিনেত্রী। মনে করা হচ্ছে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে চোরাশিকারিরা। ইতিমধ্যেই তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই ঘটনার তদন্তকারী অফিসার রাকেশ ভোর জানিয়েছেন, ছায়া কদম শহরে নেই। ছবির শুটিংয়ের কাজে চার দিনের জন্য বাইরে আছেন। তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য সহযোগিতা করবেন। এর পাশাপাশি আইনি সুরক্ষার ব্যবস্থাও করছেন তিনি।