বিনোদন
৫২ বছরে নতুন অধ্যায়
বিনোদন ডেস্ক
৩ মে ২০২৫, শনিবার
চিরসবুজ মালাইকা অরোরা। এক সন্তানের মা। এক সময় নামের পাশে খান পদবি ব্যবহার করতেন। ছিলেন আরবাজ খানের ঘরনি। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও তার চলন-বলন আজও হিল্লোল তোলে ভক্তদের মাঝে। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে আরবাজের ঘর ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। ২০১৯ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্কও ভাঙে। এই বছরই ৫২ বছরে পা দিবেন অভিনেত্রী। আর এই বছরই নাকি নতুন প্রেমের শুরু হচ্ছে! বছরটি নাকি তার প্রেম ও সম্পর্কের জন্য দারুণ লাভজনক হতে চলেছে। একেবারে ১০ এ ১০। সম্প্রতি এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে যোগ দিয়েছেন মালাইকা। প্রেম প্রসঙ্গে বিশেষজ্ঞ আগে কিছু পরামর্শ দেন তাকে। তিনি জানান, ভাগ্য সুপ্রসন্ন করতে যত শিগগিরই সম্ভব মালাইকার বাসস্থান বদল করা প্রয়োজন। সেই সঙ্গে তার নামের বানানেও কিছু বদল আনা দরকার। মালাইকা বলেন, আমি খুবই খুঁতখুঁতে মানুষ। এ ধরনের কোনো অনুষ্ঠানে যখনই গিয়েছি তখন খুব যে আগ্রহ নিয়ে গিয়েছি তা নয়। তবে আজ এখানে এসেছি তার পেছনে বিশেষ কারণ রয়েছে। আর সেটা একটা নতুন অধ্যায়। দ্রুতই জানতে পারবেন আপনারা।