বিনোদন
পিয়ার বার্তা
স্টাফ রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবার
জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। নারীদের আত্মোন্নয়ন ও ইতিবাচক মনোভাবের পক্ষে কথা বলে এবার প্রশংসা কুড়ালেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশ্যে একটি বার্তা দিলেন পিয়া। তিনি লেখেন, বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো। আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও। তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে, যেটা তুমি গতকাল ছিলে। নিজের পথে থেকো, নিজেকে আরও উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো। পোস্টের সঙ্গে পিয়া নিজের চারটি ছবি প্রকাশ করেছেন, যেখানে কালো পোশাকে তাকে ঝলমলে ও আত্মবিশ্বাসী লুকে দেখা গেছে। নারীদের উদ্দেশ্যে দেয়া পিয়ার এই বার্তায় ইতিবাচক সাড়া দিয়েছেন তার ভক্তরাও। অনেকেই মন্তব্যে তার কথার সঙ্গে একমত প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মধ্যদিয়ে ক্যারিয়ার শুরু করেন পিয়া। পরে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল’, ও ‘প্রেম কী বুঝিনি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায়ও পেয়েছেন প্রশংসা। অভিনয়ের বাইরে বর্তমানে পেশাগতভাবে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে।