বিনোদন
২০০০তম পর্বে ‘বিনোদন সারাদিন’
স্টাফ রিপোর্টার
১ মে ২০২৫, বৃহস্পতিবার
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’ আজ ২০০০তম পর্বের মাইলফলক স্পর্শ করছে। এখন থেকে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও স্থপতি অপি করিম। ২০০০তম পর্বের সঞ্চালনায় থাকছেন ইন্দ্রানী নিশি। অর্চি রহমান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে এটি প্রযোজনা করছেন এস এম হুমায়ূন কবীর।