বিনোদন
চার্লি স্ক্যালিস আর নেই
বিনোদন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:১৪ পূর্বাহ্ন

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’- এ অভিনয় করে দর্শকের মন জয় করা অভিনেতা চার্লি স্ক্যালিস আর নেই। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর মারা গেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। চার্লি স্ক্যালিসের মৃত্যুর খবরটি জানিয়েছে তার মেয়ে মেরি স্ক্যালিস। মেরি জানিয়েছেন, আলঝাইমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার (১ মে) পেনসিলভানিয়ার ফিনিক্সভিলের একটি নার্সিং ফ্যাসিলিটিতে মারা যান তার বাবা। চার্লি স্ক্যালিসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও সকল অনুরাগীরা। হলিউডের অনেক তারকাই তার মৃত্যু মেনে নিতে পারছেন না। অনেকেই বলছেন তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়।