বিশ্বজমিন
ওয়েব ব্রাউজারে কলিং সেবা চালু করছে হোয়াটসঅ্যাপ
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯:২০ অপরাহ্ন

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ওয়েব মাধ্যমে ভোক্তাদের জন্য ভয়েস ও ভিডিও কলিং সেবা চালু করতে যাচ্ছে। ওয়েব মাধ্যমে বর্তমানে হোয়াটসঅ্যাপে শুধু ম্যাসেজিং অপশন চালু আছে। এর ফলে ম্যাসেঞ্জার, ভাইবার, ইমোর মতো অ্যাপের তুলনায় জনপ্রিয়তায় পিছিয়ে পড়ছে হোয়াটসঅ্যাপ। ফলে তারা ম্যাসেজিং সুযোগের বাইরে কলিং সেবা যুক্ত করছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে এই সেবা যুক্ত করার কথা বলা হয়েছে। এ তথ্য প্রচার করেছে ডব্লিউএ বেটাইনফো। এই প্লাটফরমটি হোয়াটসঅ্যাপের পরিবর্তন সম্পর্কে ট্র্যাক করার জন্য সুপরিচিত। হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং যুক্ত হওয়ার পর ক্রোম, সাফারি ও এজের মতো ব্রাউজার ব্যবহারকারীরা সরাসরি ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের অ্যাপ ডাউনলোডের জন্য উইন্ডোজ এবং ম্যাকওএস ব্যবহারের প্রয়োজন হবে না। ২০২১ সালে শুধু যুক্তরাষ্ট্রে ডেস্কটপ কলিং ফিচার চালুর পর থেকে ডেস্কটপ ব্যবহারকারীদেকে ম্যাসেজ ও মিডিয়া শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। কল করা বা কল রিসিভ করতে না পারা ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হিসেবে রয়ে গেছে, বিশেষ করে এই সমস্যা তাদের- যারা কাজের সময় বা ভ্রমণের সময় ওয়েবের ওপর নির্ভর করেন। কলিং সেবা চালুর পদক্ষেপ মূল কোম্পানি ‘মেটা’র একটি বৃহৎ পরিবর্তনের অংশ। আপডেটকৃত ওই ফিচার ব্যবহারকারীদেরকে তাদের ব্রাউজারকে মাইক্রোফোন ও ওয়েবক্যামে অ্যাক্সেস দিতে হবে। প্রাথমিক অনুসন্ধান অনুসারে, কুকিজ বা সাইটের ডাটা না সরানো পর্যন্ত প্রদত্ত অনুমতি ব্যবহারকারী যতক্ষণ যুক্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে প্রতিবার ভিজিটে হোয়াটসঅ্যাপ অনুমোদন সেটিংস। যদিও এই সুযোগ কবে নাগাদ বাজারে আসতে পারে তার নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।