বিশ্বজমিন
কানাডার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:২৩ অপরাহ্ন

কানাডার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন। তবে মার্ক কার্নির জয়ে সরাসরি অভিনন্দন জানানো থেকে বিরত থেকেছে তারা। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, পারস্পরিক সম্মান, সমতা এবং সুযোগসুবিধার নীতির ভিত্তিতে গড়ে উঠবে এই সম্পর্ক। উল্লেখ্য, কয়েক বছর ধরে বেইজিং ও অটোয়ার মধ্যে বিরোধ চলছে। বিশেষ করে ২০১৮ সালে এর সূচনা। ওই বছর চীনের প্রযুক্তিখাতের জায়ান্ট হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়াংঝৌ’কে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেপ্তার করে কানাডা। এর প্রতিশোধ হিসেবে কানাডার দু’জন নির্বাহীকে গ্রেপ্তার করে চীন। তবে মেং ওয়াংঝৌ’কে আটকের বদলা হিসেবে এই গ্রেপ্তারের অভিযোগ প্রত্যাখ্যান করে বেইজিং। মেং ওয়াংঝৌ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে একটি চুক্তি করার পর দুই দেশে আটক ওই তিন ব্যক্তিকে ২০২১ সালে মুক্তি দেয়া হয়। এছাড়া কানাডায় ২০১৯ ও ২০২১ সালে যে নির্বাচন হয় তাতে চীন হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ কানাডার। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে।