বিশ্বজমিন
পাকিস্তানের দাবিকে ইতিবাচক বললেন মার্কিন সাবেক মন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১১ অপরাহ্ন

পেহেলগাম হামলাকে কেন্দ্র করে এর নেপথ্যে কে বা কারা তা অনুসন্ধানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ অন্য মন্ত্রীরা আন্তর্জাতিক স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের আহ্বান জানিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের সে আহ্বানে সাড়া না দিয়ে ভারত একতরফাভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে। এর ফলে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অব্যাহতভাবে। এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেলও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবির প্রতিধ্বনি করেছেন। তিনিও পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে জিও নিউজ প্রোগ্রাম ‘ক্যাপিটাল টক’-এ সাংবাদিক হামিদ মীরের সঙ্গে কথা বলছিলেন রবিন রাফেল। তিনি বলেন, পাকিস্তান পেহেলগাম হামলার যে পক্ষপাতিত্বহীন তদন্তের প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক। তিনি আরও বলেন, একটি ঘটনা ঘটে যাওয়ার ৫ মিনিটের মধ্যে তার জন্য কাউকে অভিযুক্ত করা ভীষণভাবে অনুচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ভূমিকা রাখতে হবে।