বিশ্বজমিন
অনুমোদনহীন হজযাত্রীদের জরিমানা, কঠোর শাস্তি
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:১০ অপরাহ্ন

অনুমোদনহীন হজযাত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেসব ব্যক্তি বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করবেন আর এতে তাদেরকে যারা সাহায্য করবেন- উভয়ের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেয়া হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই ব্যবস্থাগুলো জিলকদ মাসের এক তারিখ থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। নতুন নীতির অধীনে যারা বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করবেন তাদেরকে ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া ভ্রমণ ভিসা নিয়ে হজের সময় যারা পবিত্র মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রেও ওই জরিমানা প্রযোজ্য হবে। এর থেকে কঠোর জরিমানা নির্ধারণ করা হয়েছে বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টাকারীদেরকে যারা সাহায্য করবেন তাদের বিরুদ্ধে। নীতি লঙ্ঘনকারীদেরকে যারা ভ্রমণ ভিসা দেবেন, তাদেরকে ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। এছাড়া নিয়ম লঙ্ঘনকারীদেরকে যারা ভ্রমণ, আশ্রয় ও তাদেরকে মক্কায় পৌঁছাতে বা অবস্থান করতে সাহায্য করবেন তাদেরকেও একই জরিমানা করা হবে। অবৈধ অনুপ্রবেশকারীরা সৌদি আরবের বাসিন্দা হোক বা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করুক না কেন, যারাই হজ পালনের চেষ্টা করবেন তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। দশ বছরের আগে তাদেরকে সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে দেয়া হবে না। পবিত্র স্থানগুলোতে অনুমোদিত ব্যক্তিদের পরিবহনে ব্যবহৃত যানগুলো বাজেয়াপ্তের অনুরোধ করবে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়, ওই সব নিয়মাবলি হজযাত্রার নিরাপত্তা নিশ্চিত করবে।