বিশ্বজমিন
কানাডায় পরাজিত খালিস্তানপন্থি নেতা, পদত্যাগ
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:৫০ অপরাহ্ন

কানাডার জাতীয় নির্বাচনে বার্নাবি সেন্ট্রাল আসনে নির্বাচন করে পরাজিত হয়েছেন খালিস্তানপন্থি নেতা জগমিত সিং। তিনি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ আসনের এমপি ছিলেন তিনি। মঙ্গলবারের নির্বাচনে শতকরা প্রায় ২৭.৩ ভাগ ভোট পান। পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। ফলে দল থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মার্ক কারনি ও তার দল জয় পেলেও তারা একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না। জগমিত সিং বার্নাবি সেন্ট্রাল আসন থেকে টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু লিবারেল পার্টির প্রার্থী ওয়েড চ্যাং-এর কাছে হেরে যান। জগমিত সিং শতকরা প্রায় ২৭ ভাগ ভোট পেলেও ওয়েড চ্যাং পেয়েছেন শতকরা কমপক্ষে ৪০ ভাগ ভোট। জগমিতের দল মোট আসনও হারিয়েছে। তারা জাতীয় মর্যাদাও হারাতে বসেছে। জাতীয় পর্যায়ের একটি দলের মর্যাদা পেতে হলে সেখানে কমপক্ষে ১২টি আসন পেতে হয়। এমন অবস্থায় মঙ্গলবার রাতে এক্সে ধারাবাহিক পোস্ট দিয়েছেন জগমিত সিং। তিনি লিখেছেন, আমি জানি নিউ ডেমোক্রেটদের জন্য এই রাতটি হতাশার। ৪৬ বছর বয়সী জগমিত ২০১৭ সালে এনডিপির দায়িত্ব নেন। বলেন, তার দল খুব বেশি আসনে জিততে পারবে না। তবে আমাদের আন্দোলন নিয়ে হতাশ নই। দলের জন্য আমি আশাবাদী। আমি জানি ভীতির বিপরীতে সবসময় আমরা আশা’কে বেছে নেবো। আমরা কানাডার জন্য উত্তমটাই নির্মাণ করেছি। আমরা সেখান থেকে কোথাও যাচ্ছি না।