অনলাইন
পরীক্ষার সময় শিক্ষার্থীদের উপর ড্রোন ব্যবহার করে নজরদারি চালালেন মিশরীয় অধ্যাপক
মানবজমিন ডিজিটাল
(১৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

পরীক্ষার সময় নকল রুখতে পরীক্ষার্ধীদের ওপর কড়া নজরদারি চালাতে হয় শিক্ষক এবং অধ্যাপকদের। তবে একজন মিশরীয় অধ্যাপক পরীক্ষার হলের ভিতরে ড্রোন ব্যবহার করে সবাইকে তাকে লাগিয়ে দিয়েছেন। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যে মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক লিখিত পরীক্ষার সময় শিক্ষার্থীদের উপর নজরদারি করার জন্য একটি ছোট ড্রোন ব্যবহার করছেন। ফুটেজে দেখা গেছে, সারিবদ্ধভাবে বসে থাকা কয়েক ডজন শিক্ষার্থীকে তত্ত্বাবধায়ক এবং শিক্ষক সহকারীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের উপরে নিঃশব্দে ঘোরাফেরা করছে একটি ড্রোন। অনিয়ম রুখতে পুরো কক্ষটি স্ক্যান করা হচ্ছে ড্রোনের মাধ্যমে। স্থানীয় প্রতিবেদন অনুসারে, অতিরিক্ত নজরদারি চালাতে পরীক্ষা মূলকভাবে অধ্যাপক ড্রোনটি চালু করেছিলেন। যার লক্ষ্য ছিল অসৎ আচরণ কমিয়ে পরীক্ষার সময় ন্যায্যতা বৃদ্ধি করা। কলেজের একটি বৃহৎ পরীক্ষা হলের ভেতর থেকে সংগ্রহ করা ফুটেজটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ কেউ শিক্ষার মান বজায় রাখার জন্য প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে শিক্ষামূলক পরিবেশে এই ধরনের নজরদারি যথাযথ কিনা।
সূত্র : গালফ নিউজ