খেলা
তামিমদের টার্গেট ‘৩৫০’
স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, শুক্রবার
টি-টোয়েন্টি, টেস্টে যেমন তেমন- ওয়ানডেটা ঠিকঠাক খেলে নেয় বাংলাদেশ। ২০০৮ সালে এই ফরম্যাটে এক ম্যাচে সর্বপ্রথম দলীয় সংগ্রহ ৩০০ রান স্পর্শ করে টাইগাররা। সেই থেকে এখন পর্যন্ত মোট ২৩ বার ৩শ’র গণ্ডি টপকেছে বাংলাদেশ। টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৩৩ রান। তবে নিয়মিত বড় সংগ্রহ তুলতে দেখা যায় না বাংলাদেশকে। আর বর্তমান প্রতিযোগিতায় বড় সংগ্রহ ছাড়া যে সাফল্য পাওয়া অভাবনীয়, তা অজানা নয় তামিম ইকবালের। টাইগার অধিনায়ক জানান, ওয়ানডেতে দলীয় ৩৫০ রান তাদের লক্ষ্য। তবে লক্ষ্যপূরণ কবে হবে জানা নেই তামিমের। ২০১৮ থেকে এখন পর্যন্ত ওয়ানডে খেলুড়ে দলগুলো মোট ৩৩ বার ম্যাচপ্রতি ৩৫০’র বেশি রান করেছে। সেই তালিকায় রয়েছে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের মতো দলগুলোও।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]