ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

তামিমদের টার্গেট ‘৩৫০’

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

টি-টোয়েন্টি, টেস্টে যেমন তেমন- ওয়ানডেটা ঠিকঠাক খেলে নেয় বাংলাদেশ। ২০০৮ সালে এই ফরম্যাটে এক ম্যাচে সর্বপ্রথম দলীয় সংগ্রহ ৩০০ রান স্পর্শ করে টাইগাররা। সেই থেকে এখন পর্যন্ত মোট ২৩ বার ৩শ’র গণ্ডি টপকেছে বাংলাদেশ। টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৩৩ রান। তবে নিয়মিত বড় সংগ্রহ তুলতে দেখা যায় না বাংলাদেশকে। আর বর্তমান প্রতিযোগিতায় বড় সংগ্রহ ছাড়া যে সাফল্য পাওয়া অভাবনীয়, তা অজানা নয় তামিম ইকবালের। টাইগার অধিনায়ক জানান, ওয়ানডেতে দলীয় ৩৫০ রান তাদের লক্ষ্য। তবে লক্ষ্যপূরণ কবে হবে জানা নেই তামিমের। ২০১৮ থেকে এখন পর্যন্ত ওয়ানডে খেলুড়ে দলগুলো মোট ৩৩ বার ম্যাচপ্রতি ৩৫০’র বেশি রান করেছে। সেই তালিকায় রয়েছে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের মতো দলগুলোও। তামিম বলেন, ‘এটি আমাদের দলীয় লক্ষ্য- আমরা ৩৫০ রান করতে চাই। আমাদের মাথায় আছে। কোনো এক সময় ৩৫০রান করতে চাই যা আমরা কখনও করিনি।’ লক্ষ্য হলেও পরের ম্যাচেই ৩৫০ রান করার নিশ্চয়তা দিতে পারছেন না তামিম। তিনি বলেন, ‘এটা বলছি না পরের ম্যাচেই ৩৫০ রান করে ফেলবো। তবে আমাদের এই লক্ষ্য আছে। বিশ্বকাপের কথা যদি ভাবি, ভারতে গড়ে ম্যাচপ্রতি ৩০০ রান হবে। খেলাটা বদলে যাচ্ছে। কিছু ভেন্যুতে ২৬০-২৭০ রান করে জেতা যায়। অধিকাংশ ভেন্যুতেই আরও রান করতে হয়। এই জিনিসটা নিয়ে আমরা বেশ সতর্ক।’ এদিকে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চলছে কানাঘুষা। ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, মঈন আলী, আকাশ চোপড়া, উসমান খাজাদের মতে একদিনের ক্রিকেট একঘেয়ে ও বিরক্তিকর হয়ে উঠেছে। তবে তামিম মনে করেন বাংলাদেশিরা ওয়ানডে প্রিয়। তিনি বলেন, ‘এই ফরম্যাট আমি ভালোবাসি। আমাদের দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকেই এই ফরম্যাট ভালোবাসে। সবার নিজস্ব মতামত থাকতে পারে। আমি মনে করি এটা দারুণ একটা ফরম্যাট।’ দুদিন আগে ওয়ানডে ক্রিকেট নিয়ে তার ভালোবাসার কথা জানান সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫০ ওভারের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়া শিখর ধাওয়ান। ভারতীয় ওপেনার বলেন, ‘ওয়ানডে খেলতে ভালোবাসি। ওয়ানডে ক্রিকেট এখনও শৈল্পিক ও আকর্ষণীয়।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status