ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

'সিন্ধু নদের বিষয়ে ভারতের সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি চুক্তির উপর প্রভাব ফেলতে পারে'

মানবজমিন ডিজিটাল

(৬ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৭ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি ‘স্থগিত’ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যা প্রমাণ করে, নদী তীরবর্তী প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে ভারত পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। এমনটাই মনে করেন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত।  দ্য হিন্দুকে পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক নিশাত বলেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি পুনর্নবীকরণের সম্ভাবনার উপরও  ‘ছায়া ফেলেছে’। যখন ঢাকা ভারত-বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে তখন বাংলাদেশের সন্দেহ ছিল যে, ভারত প্রতিশ্রুতি অনুসারে গঙ্গার পানি সত্যিই ভাগাভাগি করবে কিনা, কারণ নদীর প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। সিন্ধু নদের পানি চুক্তি একটি বৃহৎ চুক্তি যা ভারতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছিল। 

অধ্যাপক নিশাত মনে করেন, ‘সমালোচকরা এখানে সিন্ধু নদের সিদ্ধান্তের কথা উল্লেখ করতে পারেন এবং যুক্তি দিতে পারেন যে, গঙ্গার বিষয়ে ভারতের আশ্বাসেরও কোনও মূল্য নেই।’ শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রীত্বকালে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং প্রধানমন্ত্রী(সাবেক) শেখ হাসিনার মধ্যে ভারত-বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বাংলাদেশকে বর্ষাকালে ন্যূনতম পানি প্রবাহের সুযোগ করে দেয়। তিন দশক পর ‘পারস্পরিক সম্মতিতে’ এই চুক্তি নবায়ন করা যেতে পারে। সেই অনুযায়ী চুক্তিটি ২০২৬ সালে নবায়নের জন্য উত্থাপিত হবে।

অধ্যাপক নিশাত বলছেন, ‘গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি আগামী বছর আসবে, কিন্তু ভারত যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে তাহলে বাংলাদেশের সঙ্গে গঙ্গা নদীর পানি বণ্টনে ভারতের আগ্রহ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।’

সাম্প্রতিক অতীতে একাধিকবার ভারত-বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় স্থান পেয়েছে। ২০২৪ সালের জুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই বিষয়টি উঠে আসে। এটি  ছিল ২০২৪ সালের জুলাই-আগস্টের বিদ্রোহের আগে হাসিনার শেষ রাষ্ট্রীয় সফর। এরপর তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। পরবর্তীকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঙ্গা নদী বিষয়ে সংলাপ জারি রেখেছে। গত ৬ই মার্চ কলকাতায় ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের কারিগরি টিমের একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আলোচনার মূল বিষয় ছিল ভারত-বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি। এই উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানটিও পরিদর্শন করে। 

অধ্যাপক নিশাত মনে করেন,  চুক্তিগুলো নিয়ে আইনি দলিল রয়েছে। যা থেকে বোঝা যায় এই ধরনের দলিল রাজনৈতিক অনুভূতির দ্বারা প্রভাবিত হবে না। যদিও সিন্ধুর ক্ষেত্রে রাজনৈতিক অনুভূতি আইনি নথিকে প্রভাবিত করতে পারে। কারণ রাজনৈতিক মতপার্থক্য বৃদ্ধি পেলে ভারত পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না।

গঙ্গা ছাড়াও তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সমস্যা রয়েছে। তিস্তার ব্যবস্থাপনায় চীনের অংশগ্রহণে সম্মত হয়েছে ঢাকা। এই অধ্যাপক বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতবিরোধ বৃদ্ধি পাচ্ছে। হাসিনা আমলের অনেক উদ্যোগের বিরোধিতাকারী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও তার সম্পর্ক বজায় রেখে চলেছে। গত সপ্তাহে ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এরপরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের কথা ছিল। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে দারের ঢাকা সফর আপাতত বাতিল করা হয়েছে।

সূত্র : দ্য হিন্দু

পাঠকের মতামত

এ ধরনের লেখার মঅধ্যে ভারত কে পানি বন্ধ করতে উৎসাহিত করার উপাদান আছে।এটা অত্যান্ত দু:খ জনক।

মোহাম্মদ আবুল কালাম
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:৪৮ অপরাহ্ন

এই ফারাক্কার বিপরীতে গঙ্গাব্যারজ প্রকল্প হয়েছিলো ষাটের দশকে, পরবর্তীকালে কুষ্টিয়ার পাংশায় গঙ্গা ব্যরাজের কাজ শুরু হয় কিন্ত ভারতের আপত্তির মুখে শেখ হাসিনার সরাসরি নির্দেশে প্রকল্প বাতিল করা হয়। অধ্যাপক নিশাত এ বিষয়ে কোন কথা বলেননি কেন তা বুঝতে পারছিনা। বাংলাদেশের এতো হাজার হাজার পত্রিকা আজ পর্যন্ত গঙ্গা ব্যারাজ নিয়ে কোন প্রতিবেদন লিখতে দেখিনি যা অত্যন্ত হতাশা জনক।

মিলন আজাদ
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৩:২৯ অপরাহ্ন

Never trust India.India will never maintain good relation with neighbor countries.So no nee to trust Hindustan.Clear...I think its clear.

A Hayat Choudhury
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৪৮ অপরাহ্ন

বাংলাদেশের সাথে ঝামেলা করবে না। তাহলে ভাওরতের মুখোশ উন্মোচিত হয়ে যাব। অন্তত নিজের লেবাস ঠিক রাখার জন্য হলেও ভারত গঙ্গা পানিবন্টন চুক্তি অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক থাকলে করবে।

সিফাত
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৪৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status