অনলাইন
উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৭:৩১ অপরাহ্ন

নিজের জীবন ও মন বদলে নেওয়ার মিশন নিয়ে উদ্যোক্তাসহ নানা পেশাজীবিদের উপস্থিতিতে হয়ে গেল ’মাইন্ড ট্রেনিং’ প্রোগ্রাম। সম্প্রতি রাজধানীতে সাবিত ইন্টারন্যাশনালের আয়োজনে প্রোগামের দ্বিতীয় ব্যাচের ট্রেনিং অনুষ্ঠিত হয়। ’ইমপ্যাক্ট- ট্রেন ইউর ব্রেন ফর ম্যাক্সিমাম সাকসেস’ শিরোনামে প্রোগামটি পরিচালনা করেন সাবিত ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও বিশ্বের সবচেয়ে ইউনিক মাইন্ড ট্রেইনার সাবিত রায়হান।
প্রতিষ্ঠানটি জানায়, এটি শুধুমাত্র একটি সেলফ-ডেভেলপমেন্ট কোর্স অথবা সাধারণ ট্রেনিং নয়, বরং একটি বৈপ্লবিক মাইন্ড ট্রেইনিং প্রোগ্রাম যা লক্ষ লক্ষ মানুষের চিন্তার ধারা ও জীবনের মানোন্নয়নে কাজ করছে।
এ সম্পর্কে সাবিত রায়হান বলেন, মানুষের মনের ক্ষমতা সীমাহীন। এই প্রোগামের মাধ্যমে আমরা সেই শক্তিকে জাগিয়ে তুলি। মানুষকে নিজের সর্বোচ্চ রূপে রূপান্তরিত হতে সাহায্য করি। তিনি বিশ্বাস করেন যে, এই ট্রেনিংয়ের প্র্যাকটিসগুলোর মাধ্যমে ব্যক্তি, সমাজ, দেশ এবং গোটা পৃথিবী পরিবর্তন হওয়া সম্ভব।
উল্লেখ্য, সাবিত ইন্টারন্যাশনাল প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৭০ লক্ষেরও বেশি মানুষকে মাইন্ড ট্রেইনিংয়ের মাধ্যমে তাদের জীবনে কমপ্লিট ট্রান্সফর্মেশনের জন্য সাহায্য করে আসছে। এর ফলে মানুষের জীবনে আসছে বিশাল পরিবর্তন, বেড়েছে আত্মবিশ্বাস, মনোসংযোগ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি।