অনলাইন
রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫
রাঙামাটি প্রতিনিধি
(৮ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৪ অপরাহ্ন

রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীরা জানায়, রাঙামাটি থেকে পাঁচজন যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল অটোরিকশাটি। কাউখালীর বেতবুনিয়ার মনারটেক আমবাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও এক যাত্রী।
কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত
অটো রিকশা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হউক