বিশ্বজমিন
পাকিস্তান-ভারতকে ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘের
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

পাকিস্তান ও ভারতের প্রতি ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, উভয় দেশের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে এবং গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডুজারিক বলেন, সাম্প্রতিক পরিস্থিতি যেন আর খারাপ না হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ উভয় দেশের সকারকে ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যেকোনো সমস্য পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উচিত বলে আমরা বিশ্বাস করি।
মঙ্গলবার বিকেলে ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় বন্দুকধারীরা। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছে ভারত। বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় দিল্লি। অন্যদিকে ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।