বিশ্বজমিন
ইরাকি শরণার্থীকে প্রত্যাবর্তন করলো যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

শরণার্থী ইস্যু নিয়ে বিতর্কের জেরে এক ইরাকি শরণার্থীকে রুয়ান্ডাতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন দায়েশে’র হয়ে কাজ করার অভিযোগ এনেছে ইরাকি সরকার। এছাড়া এক ব্যক্তিতে হত্যার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তার নাম ওমর আব্দুল সাত্তার আমীন। তাকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা দেয়া হয়। তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখান করেছেন আমীন।
উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রশাসন উভয়ই তাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণের চেষ্টা করে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি শরণার্থী আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন। কারণ তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয় অস্বীকার করেছেন। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়গহস্ত হন ডনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি শরণার্থী পুনর্বাসন কর্মসূচী স্থগিত করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, আমীনকে এই মাসের শুরুতেই রুয়ান্ডাতে পাঠানো হয়। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মন্তব্য করেনি রুয়ান্ডা সরকারের মুখপাত্র।