বাংলারজমিন
তাহিরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারসুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ (ডেবিল হান্ট) অভিযানে যুবলীগ নেতা গোলাম কাদির সুজন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন তাহিরপুর সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কালা মিয়ার ছেলে এবং উপজেলা যুবলীগ নেতা ও জেলা মৎসজীবী লীগ সদস্য। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গোলাম কাদির সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা মামলার তালিকাভুক্ত আসামী সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিসি'তি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।