বিশ্বজমিন
ব্যাংককের রাস্তায় সন্তান প্রসব, ফেলে গেলেন মা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন

ব্যাংককের রাস্তায় সন্তান প্রসব করলেন এক মা। সেই সন্তানকে ফেলে রেখেই তিনি যোগ দিলেন স্ট্রিট পার্টিতে। ওদিকে রাস্তায় পড়ে তার সন্তান চিৎকার করতে থাকে। হতাশাজনক এই কাহিনী উঠে এসেছে অনলাইন ডেইলি মেইলের এক রিপোর্টে। সিসিটিভিতে ধারণ করা ফুটেজে দেখা যায়, ব্যাংককে সংক্রান ফেস্টিভ্যাল উদযাপন করছিলেন ২৭ বছর বয়সী পিয়াথিদা। এক পর্যায়ে তিনি গর্ভস্থ সন্তানের প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন। তাকে দেখা যায় কোমরে চাপ দিয়ে একটি কার পার্কিংয়ে ছুটে যাচ্ছেন। এক পর্যায়ে তাকে ট্রাউজার খুলে ফেলতে দেখা যায়। সেখানে কার পার্কিংয়ের আড়ালে কিছু একটা করেন। এর কয়েক মিনিট পর সেখান থেকে কোঁকাতে কোঁকাতে চলে যান। ওই স্থানে দেখা যায় কিছু একটা পড়ে আছে। পিয়াথিদা ছুটে যান ব্যাংককের ডন মুয়াং এলাকার রোটসারিন গ্রামের বাইরের ওই উৎসবে।
ঘটনাটি ঘটে ১৪ই এপ্রিল। ৬ মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায় একদল পথচারী ওই এলাকায় একটি বাচ্চার সন্ধান পান। নবজাতকটি তখনও জীবিত। তারা তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্য। তাকে বাঁচানো যায়নি। অন্যদিকে পিয়াথিদাকে দেখা যায়, উৎসবে বন্ধুদের দিকে পানীয় ছিটাচ্ছেন। কিন্তু এ সময় তার দু’পা দিয়ে রক্তক্ষরণ দৃশ্যমান ছিল। তার মুখোমুখি হলে প্রথমে সন্তান জন্মদানের কথা অস্বীকার করেন। পরে স্বীকার করেন। ফলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। যেখানে তিনি সন্তান প্রসব করেছে তাকে ফেলে এসেছিলেন তার দেয়ালে এবং বিভিন্ন জিনিসে তখনও রক্তের দাগ। এসব বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জানা যায়, ঘটনার সময় তিনি ছিলেন মদ্যপ।
তার আরও দুটি সন্তান আছে। দু’জন স্বামী ছিল। ওই সন্তানরা বর্তমানে তার সাবেক পার্টনারদের আত্মীয়দের যত্নে বড় হচ্ছে। তিনি হাসপাতালে থাকায় পুলিশ তাকে আর জিজ্ঞাসাবাদ করতে পারেনি। ডন মুয়াং পলিশ স্টেশনের এসপি ফুওয়াডন আউনফো বলেন, এই নারীর নাম পিয়াথিদা। বয়স ২৭ বছর। তার বেশ রক্তক্ষরণ হয়েছে। এ জন্য চিকিৎসা দেয়া হচ্ছে। এ জন্য আনুষ্ঠানিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তার এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনা হবে। ওদিকে তার ২০ বছর বয়সী বন্ধু অ্যাম বলেছেন, পিয়াথিদার এই নিষ্ঠুরতার জন্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানতেন পিয়াথিদা অন্তঃসত্ত্বা।