ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত এক

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন

mzamin

মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন একজন পর্যটক। আহত আরও ছয়জন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। মঙ্গলবার পাহালগামের বৈসরান উপত্যকার উপরে তৃণভূমিতে গুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত আক্রমণ। সন্ত্রাসীরা ছদ্মবেশে ছিলো। উল্লেখ্য, ওই অঞ্চলে পায়ে হেঁটে ও ঘোড়ার পিঠে ছাড়া যাওয়া যায় না। পাহালগাম মূলত সেখানকার বন, স্বচ্ছ হ্রদ ও বিস্তৃত তৃণভূমির জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পর্যটন মৌসুম যখন তুঙ্গে ঠিক তখন এই হামলা করা হলো। এদিকে দেশব্যাপী অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন চলছে। ৩রা জুলাই থেকে ৩৮ দিনের ওই তীর্থযাত্রা দুটি রুট দিয়ে শুরু হবে। যেগুলো হলো- অনন্তনাগ জেলার ৪৮ কিলোমিটার দীর্ঘ পাহালগাম রুট ও গান্ডারবাল জেলার ১৪ কিলোমিটার রুট। 

সম্প্রতি জম্মু ও কাশ্মীর সফর করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া জম্মুতে বিশেষ গুরুত্ব দিয়ে সেখানে সন্ত্রাসবাদ নির্মূলের নির্দেশ দেন। এদিকে পর্যটকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। তিনি বলেন, এই ধরণের সহিংসতা অগ্রহণযোগ্য। আরও বলেন, ঐতিহাসিকভাবে কাশ্মীর পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আসছে। হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য এবং সম্ভাব্য নিরাপত্তা ত্রুটিগুলো পরীক্ষা করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন হামলা প্রতিহতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status