বিশ্বজমিন
তহবিল স্থগিত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫০ অপরাহ্ন

তহবিল বন্ধ করে দেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সোমবার দেশটির ফেডারেল আদালতে মামলা করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, গত সপ্তাহে ইহুদি বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে হার্ভার্ডের তহবিল বন্ধ রাখার ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেসময় এর তীব্র বিরোধিতা করেছিল হার্ভার্ড। তার ধারাবাহিকতায় এবার তারা আইনি লড়াইয়ে নেমেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে অবৈধভাবে তাদের তহবিল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করে দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কর ছাড় সুবিধা বন্ধেরও হুমকি দিয়েছেন।
ট্রাম্পের এই কর্মনীতির ফলাফল গুরুতর হবে বলে মনে করেন হার্ভর্ডের প্রেসিডেন্ট অ্যালান এম. গার্বার। সোমবার এক চিঠিতে তিনি বলেছেন, সরকারের এসব বাড়াবাড়ির ফল গুরুতর এবং দীর্ঘস্থায়ী হবে। হার্ভার্ড কর্তৃপক্ষের এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেছেন, হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানগুলোতে ফেডারেল সহায়তার পরিমাণ বেশি। এর মাধ্যমে তারা অতিরিক্ত বেতন পায়। সংগ্রামরত আমেরিকান পরিবারগুলোর ট্যাক্সের ডলার দিয়ে তারা যে সমৃদ্ধি পাচ্ছে তার সময় শেষ হতে চলেছে। গার্বার বলেন, করদাতাদের তহবিল পাওয়া একটি বিশেষাধিকার। হার্ভার্ড সেই বিশেষাধিকার পাওয়ার প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে।
তহবিল স্থগিত করার ফলে শিশুদের ক্যান্সার, আলঝাইমার রোগ এবং পার্কিনসন রোগের ওপর গবেষণাসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি গবেষণা প্রভাবিত হয়েছে। হার্ভার্ডের মামলায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অমূল্য সব গবেষণাকে সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তহবিল অংশীদারিত্বের ওপর ব্যাপক আক্রমণ শুরু করেছে ফেডারেল সরকার। হার্ভার্ডের কার্যক্রমে হস্তক্ষেপের সুযোগ লাভের জন্যই ফেডারেল তহবিল বন্ধ রাখার বিষয়টিকে কৌশল হিসেবে ব্যবহার করছে সরকার।
তহবিলের পাশাপাশি কয়েক দিন আগে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতাকেও হুমকির মুখে ফেলেছে ট্রাম্প প্রশাসন। গার্বার নিজে একজন ইহুদি। তার দাবি হার্ভার্ডের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সমস্যা রয়েছে। এই বিষয়টিকে সমস্যা হিসেবে উল্লেখ করে সমাধানের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গার্বার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে দুটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যারা ইহুদি ও মুসলিম বিদ্বেষের বিষয়টি তদন্ত করবে এবং প্রতিবেদন প্রকাশ করবে।