বিশ্বজমিন
ইসলামিক দাফন আইনে স্বাক্ষর করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩০ অপরাহ্ন

ইসলামিক দাফন আইনে (বারিয়াল অ্যাক্ট) স্বাক্ষর করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এর মাধ্যমে ইসলামী রীতি অনুযায়ী মৃত্যু সনদ ছাড়াই সে দেশের মুসলমানদের দাফন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার ডট নেটে বলা হয়েছে, আইনটিতে গত ১১ এপ্রিল স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। যা সোমবার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন এই আইনের আওতায় মৃত্যু সনদ ছাড়াই মুসলমানদের মৃতদেহ দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছে। তবে আইন অনুযায়ী দাফনকৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ১৪ দিনের মধ্যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে মৃত্যুর খবর পৌঁছাতে হবে। তিনি মৃত্যুর কারণ যাচাই করবেন এবং মৃত্যু সনদ জারি করবেন।
দ্রুত দাফনের উদ্দেশ্য মুসলিম মৃত ব্যক্তিকে হাসাপাতাল, মেডিকেল ক্লিনিক, অন্ত্যেষ্টিক্রিয়ার কক্ষ, মর্গ, কারাগার অথবা অন্যা যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেয়া হবে। এক্ষেত্রে কেউ মৃতদেহ ছাড়তে অস্বীকৃতি জানালো তাকে জরিমানা গুনতে হবে। আইনে বলা হয়েছে, জানাজার ফি পরিশোধ না করা বা অন্য কোনো কারণে মুসলিম ব্যক্তির মৃতদেহ ছাড়তে অস্বীকৃতি জানালে এক থেকে ছয় মাস পর্যন্ত জেল হবে অথবা অভিযুক্তকে ৫০ হাজার থেকে ১ লাখ ফিলিপাইনি পেসো জরিমানা করা হবে। কোনো ক্ষেত্রে উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি।
পাঠকের মতামত
Alhamdulillah
আল-হামদুলিল্লাহ! ভাবেই একদিন দ্বীনের পতাকা এ ভূখণ্ডে পতপত করে উড়বে ইনশাআল্লাহ!
আল্লাহ্ পাক পুরো ফিলিপাইনকে দ্বীনের জন্য কবুল করুন; আমীন
আলহামদুলিল্লাহ
আল্লাহ্ পাক পুরো ফিলিপাইনকে দ্বীনের জন্য কবুল করুন; আমীন।
মহৎ সিদ্ধান্ত