ভারত
ভারতের নির্বাচন কমিশন অন্যায়ের সঙ্গে আপোস করে চলেছে- রাহুল গান্ধী
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন

অন্যায়ের সঙ্গে আপোস করে চলেছে ভারতের নির্বাচন কমিশন। আমেরিকার বস্টনে প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোটা নির্বাচন ব্যবস্থাতেই বড়সড় গলদ রয়েছে বলে মনে করেন তিনি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটার উপস্থিতির পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করে গান্ধী বলেছেন যে ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) অবশ্যই এই সংখ্যা সম্পর্কে স্পষ্টতা প্রদান করতে হবে।
প্রবাসী ভারতীয়দের সভায় গিয়ে রাহুল বলেন, “মহারাষ্ট্রের যত জনসংখ্যা, তার চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্বাচন কমিশন আমাদের ভোটের হার জানায়। সন্ধে সাড়ে সাতটার সময়ে জানা যায়, মাত্র দু’ঘণ্টার মধ্যে আরও ৬৫ লক্ষ ভোট পড়েছে। বাস্তবে এমনটা অসম্ভব।” রাহুলের কথায়, রাত পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন না থাকলে এতো ভোট পড়া সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন যে ভোটকেন্দ্রে ভিডিওগ্রাফির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল এবং পরবর্তীকালে নির্বাচনী আইনের পরিবর্তনের ফলে এই ধরণের সিস্টেমের অ্যাক্সেস সীমিত করা হয়েছিল।
গান্ধী বলেন, ‘একজন ভোটারের ভোট দিতে প্রায় ৩ মিনিট সময় লাগে। আর যদি আপনি গণিত বোঝেন, তাহলে বোঝা যাবে যে যদি ৬৫ লক্ষ ভোট পরে তার অর্থ রাত ২টা পর্যন্ত ভোটারদের লাইন ছিল। কিন্তু তা ঘটেনি... যখন আমরা তাদের কাছে ভিডিও গ্রাফি চেয়েছিলাম, তারা কেবল প্রত্যাখ্যানই করেনি বরং আইনও পরিবর্তন করেছে। যাতে এখন আমাদের ভিডিও গ্রাফি চাইতেই না হয়।’ সোমবার বিজেপি রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার কথিত মন্তব্যের জন্য "বিশ্বাসঘাতক" বলে অভিহিত করেছে। সেইসঙ্গে ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের উপর তার হতাশা প্রকাশ করার অভিযোগ এনেছে।
রাহুলের মন্তব্যের সমালোচনা করে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “আপনি নির্বাচন কমিশনের উপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ন্যাশনাল হেরাল্ড মামলায়) রাগ উগরে দিচ্ছেন। এতে কিছুই হবে না। ইডি আপনাকে রেহাই দেবে না কারণ এজেন্সিগুলো তথ্যের ভিত্তিতে কাজ করে।আপনাকে এবং আপনার মাকে হাতেনাতে ধরা হবে এবং জেলে পাঠানো হবে।” বিজেপি মুখপাত্রের কথায়, ‘আপনি (রাহুল) একজন বিশ্বাসঘাতক, শুধু বিদেশের মাটিতে ভারতীয় প্রতিষ্ঠান এবং ভারতীয় গণতন্ত্রকে অপমান করার জন্যই নয়, বরং ন্যাশনাল হেরাল্ড মামলায় আপনি এবং আপনার মা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অপরাধ থেকে কেউ রেহাই পাবে না।’
সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঠকের মতামত
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অন্যতম প্রধান কারিগর ভারত । আর সেসময় ভারতের ক্ষমতায় ছিল রাহুলের কংগ্রেস । এখন খুব খারাপ লাগছে !