অনলাইন
মানবতাবিরোধী অপরাধ
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮জনের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এই মামলার গ্রেপ্তার আসামিরা হলেন- পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।
গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিককে গুলি করে। এতে তারা শহীদ হন।