বিশ্বজমিন
টেইলর সুইফটকে ছাড়িয়ে লুসি গুও
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:০৭ অপরাহ্ন

বিখ্যাত মার্কিন সঙ্গীততারকা টেইলর সুইফটকে ছাড়িয়ে নিজের প্রচেষ্টায় বিলিয়নিয়ার হয়েছেন লুসি গুও (৩০)। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, একটি টেন্ডার প্রক্রিয়ায় গুওর সাবেক কোম্পানির (স্কেল এআই) মূল্য দাঁড়ায় ২৫ বিলিয়ন ডলার। তার নিজের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০১৬ সালে আলেকজান্ডার ওয়াংয়ের সঙ্গে স্কেল এআই প্রতিষ্ঠা করেন গুও। এটি একটি স্যান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের জন্য ডাটা লেবেলে পারদর্শী এবং তাদের বড় বড় ক্লায়েন্টের মধ্যে আছে মার্কিন সরকার ও ওপেনএআই। লুসি গুও যদিও ২০১৮ সালে কোম্পানি থেকে বেরিয়ে যান, তবে তিনি তার শেয়ার ধরে রাখেন। কোম্পানির মূল্য বৃদ্ধি পাওয়ায় তা এখন শতকোটি ডলারে উন্নীত হয়েছে। গুওর পিতামাতা চীনের অভিবাসী। তারা চীন থেকে যুক্তরাষ্ট্রে চলে যান।
তিনি ক্যালিফোর্নিয়ার ফ্রেমোন্টে বেড়ে ওঠেন। মাধ্যমিক বিদ্যালয়ে থাকাকালীন কোডিং শুরু করেন লুসি গুও। তিনি কিছুদিন কার্নেগি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ২০১৪ সালে ‘থিয়েল ফেলোশিপে’ যোগদানের জন্য পড়াশোনা ছেড়ে দেন। স্কেল এআই প্রতিষ্ঠার আগে তিনি ‘কুয়োরা ও স্ন্যাপচ্যাটে’ কাজ করেন। স্কেল এআই থেকে বেরিয়ে আসার পর তিনি ‘ব্যাকেন্ড ক্যাপিটাল’ প্রতিষ্ঠা করেন। যা মূলত একটি যৌথ তহবিল বিষয়ক প্রতিষ্ঠান। এর মাধ্যমে নিজ নিজ শিল্পে দ্রুত প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এমন কোম্পানিতে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করা হয়। এরপর ২০২২ সালে তিনি ‘প্যাসেস’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। যা ‘অনলিফ্যানস ও প্যাটরিয়ন’ নামে সাবস্ক্রিপশন ভিত্তিক কন্টেন্ট প্ল্যাটফর্ম। প্যাসেসের বর্তমান মূল্য ১৫ কোটি ডলার। যা ওলিভিয়া ডান ও শাকিল ও’নিয়েলের মতো ক্রিয়েটরদের আকৃষ্ট করছে। তবে সম্প্রতি শিশু যৌন নির্যাতন সম্পর্কিত একটি মামলায় বেশ বিতর্কের সম্মুখীন হয়েছে ওই প্ল্যাটফর্ম। তবে ওই অভিযোগ প্রত্যাখান করেছে কোম্পানিটি। বলা হয়েছে, আইনি মামলার আগেই সব অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। আইনি যাচাই বাছাই সত্ত্বেও ৪০ বছরের নীচে বিশ্বের ১০ জন নিজের প্রচেষ্টায় বিলিয়নিয়ারের দলে যোগ দিয়েছেন লুসি গুও। এর মধ্যে অর্ধেকই যুক্তরাষ্ট্রের নাগরিক।