ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া, সহকর্মীকে গুলি করে হত্যা করলো পুলিশ

মানবজমিন ডেস্ক

(১৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ২:৪০ অপরাহ্ন

mzamin

তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নিজ সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। এ ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নিজ সহকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম সর্বজিৎ কুমার। তিনি ভোজপুর জেলার বাসিন্দা। আর নিহত ওই পুলিশের নাম সোনু কুমার। তিনি কাইমুর জেলার বাসিন্দা ছিলেন বলে জানানো হয়েছে। তাদের দুজনই পশ্চিম চম্পারণের জেলা সদর শহর বেত্তিয়ায় পুলিশ লাইনে পোস্টিং ছিলেন। 

সাংবাদিকদের ব্রিফ করার সময় চম্পারণ রেঞ্জের ডিআইজি হর কিশোর রাই বলেছেন, শনিবার রাতে পুলিশ লাইনে এই ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সর্বজিৎ তার সার্ভিস রিভলবার দিয়ে সোনু কুমারকে গুলি করেন। পরে ঘটনাস্থলেই নিহত হন সোনু। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলবে বলে জানিয়েছেন ডিআইজি কিশোর। 

অভিযুক্ত কনস্টেবল সোনুকে হত্যার পর রিভলবার নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। সোনু এবং সর্বজিৎ- দুজনেই একসঙ্গে দায়িত্বপালন করছিলেন। সম্প্রতি দুজনকেই সিকতা থানা থেকে পুলিশ লাইনে বদলি করা হয়েছিল। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status