বিশ্বজমিন
একই বিষয়ে আবারও ভারতের নিন্দা জানিয়ে বিবৃতি
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

আবারও একই বিষয়ে প্রায় অভিন্ন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবেশ চন্দ্র রায় অপহরণ ও হত্যার নিন্দা জানিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতি দেয়া হয়। তবে পরেরদিন শনিবার একই বিষয়ে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা হতাশার সঙ্গে আমরা আমলে নিয়েছি। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর চালানো একটি পর্যায়ক্রমিক নিষ্পেষণের ধারা, যখন পূর্বের এমন ঘটনাগুলোতে দায়মুক্তি পাওয়া ব্যক্তিরা ঘোরাঘুরি করছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে, কোনো অজুহাত না দেখিয়ে বা কোনো ভেদাভেদ না দেখিয়ে যেন অন্তর্বর্তী সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুদের সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করে।
পাঠকের মতামত
গুজরাটের দাঙ্গায় নিহত মুসলিমরা বিচার পেয়েছে? বাবরি মসজিদ ভাঙে যারা তাূের কী খবর?
আমরা বাংলাদেশের মানুষ চাই, ভারত তার দেশে মুসলিমদের নিরাপত্তা প্রদান করুক।
ভারতের উচিৎ নিজেদের দেশের সংখ্যা লঘুদের অধিকার নিশ্চিত করা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের তূলনায় অনেক ভাল।
হিন্দুস্থানে সংখ্যালঘুরা কতোটা নিরাপদ সে ব্যাপারে সচেতন হোন। কসাই মুদী সরকারের মুখে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে কথার বলার কোনো ন্যায্যতা নাই।
Oil your own machine
ভারত সরকার বলেন আর সে দেশের হিন্দুত্ববাদী নেতা বলেন, তারা গোঁয়ার্তুমি করেই যাবে। এদের প্রতিহত করতে হলে আশেপাশের অন্যান্য দেশের সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। সেটা সম্ভব কারণ ভারত তার কোনো প্রতিবেশী দেশের সাথেই গোঁয়ার্তুমি ভিন্ন ভালো আচরণ করে না, আর এটাই হবে বাকি সব দেশের সাথে একত্রিত হওয়ার কানেন্টিং হাব।
Look at yourself in the mirror