ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরে রাশিয়ার হামলা, নিহত ২

মানবজমিন ডেস্ক

(২২ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

mzamin

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও সুমিতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। শুক্রবার কিয়েভের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, শহরে একজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য অনুসারে, খারকিভে গুচ্ছবোমাসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মস্কে। এই হামলায় ১৫টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এর আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ। আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে সুমি শহরে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়ার হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছে। টেলিগ্রাম বার্তায় আরো বলা হয়েছে, রাশিয়া শহরের একটি বেসামরিক স্থাপনায় আঘাত করেছে। গত রোববার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সুমি শহরে কমপক্ষে ৩৫ জন নিহত এবং শতাধিক আহত হয়। বিশ্ব নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলা ছিল চলতি বছরে ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বৃহৎ হামলা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে একটি। তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও বিমান হামলা বেড়েছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status