ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

মানবজমিন ডেস্ক

(১২ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩০ অপরাহ্ন

mzamin

আজ ভোরে দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে আছেন। এ খবর দিয়েছে  অনলাইন এনডিটিভি। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে। তিনি বলেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। চারজন মারা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে, মিঃ লাম্বা বলেন- তারা এটি তদন্ত করবেন। আহতদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিভাগীয় দমকল কর্মকর্তা রাজেন্দ্র আটওয়াল বলেন, রাত ২:৫০টা নাগাদ তারা ঘটনাটি সম্পর্কে ফোন পান। তার ভাষায়, আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি পুরো ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে। এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। তবে দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কয়েক ঘন্টা পরেই বাড়ি ধসের ঘটনাটি জানা যায়। গত সপ্তাহে মধু বিহারের কাছে তীব্র ধুলোঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। ফলে একজন নিহত এবং আরও দু’জন আহত হন। শনিবার উত্তর প্রদেশের মীরাটে ঝড়ের সময় একটি বাড়ি ধসে একই পরিবারের পাঁচজনের মৃতু্যু হয়েছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status