বিশ্বজমিন
বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় নাগরিকদের যে পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার ভ্রমণ সতর্কতা আপডেট করেছে। ১৮ই এপ্রিল আপডেট করা ওই সতর্কতায় বাংলাদেশে থাকা তার নাগরিকদের এবং যারা বাংলাদেশ সফরে আসতে চান তাদেরকে সতর্ক করেছে। নিয়মিত আপডেটের সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তী সরকার গঠনের ফলে নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত ব্যাপকভাবে কমে এসেছে। তবে মাঝে মাঝে প্রতিবাদ বিক্ষোভ সহিংস সংঘাতে রূপ নেয়। স্বল্প সময়ের নোটিশে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তাই বড় সমাবেশগুলো শান্তিপূর্ণ হলেও তা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে। কারণ, এসব সভা, সমাবেশ সামান্য অথবা কোনো রকম পূর্বাভাষ ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। ওই সতর্কতায় ভ্রমণকারীদের ছোটখাট অপরাধ সম্পর্কে সচেতন হওয়া উচিত বলে বলা হয়েছে।
এমন অপরাধের মধ্যে আছে জনাকীর্ণ এলাকায় পকেটমার। উপরন্তু বাংলাদেশের প্রধান শহরগুলোতে বেশির ভাগ অপরাধমূলক কার্যকলাপের মধ্যে আছে ছিনতাই, ডাকাতি, হামলা ও মাদক পাচারের মতো ঘটনা। কিন্তু নিজেদের জাতীয়তার জন্য বিদেশিরা টার্গেট হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। সময় ও স্থানের ওপর ভিত্তি করে মাঝে মাঝে এসব অপরাধ হয়ে থাকে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও অন্য কর্মকাণ্ড সহ সন্ত্রাসী সহিংসতার ঝুঁকি আছে। ঝুঁকি থাকার প্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারের কর্মচারীদের অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়েছে মার্কিন সরকারের কর্মকর্তা কর্মচারীদের। তবে কক্সবাজার বা সিলেট সফরের ক্ষেত্রে এই অনুমোদন প্রয়োজন হবে না। ওই সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতে পরামর্শ দেয়া হয়েছে মার্কিন নাগরিকদের। বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় মাঝেমাঝেই সহিংসতা, অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম, অপহরণের ঘটনা ঘটে। এ ছাড়া আছে আরও নিরাপত্তা ঝুঁকি। ওই অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে।
পাঠকের মতামত
Disgraceful news in regard to law-and-order situation prevailing in metropolitan city.