বিশ্বজমিন
৩০ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

ইউক্রেনের সঙ্গে ৩০ ঘন্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্টার সানডে উপলক্ষ্যে মানবিক দিক চিন্তা করে অল্প সময়ের জন্য এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। পুতিন বলেছেন, মস্কোর স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, ইস্টার সানডে উপলক্ষ্যে মানবিক দিক বিবেচনা করে রাশিয়ার পক্ষ থেকে একতরফাভাবে এই যুদ্ধবিরতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুতিন। বলেছেন, আমি মানবিক কারণে বিশেষ দিনটি উপলক্ষ্যে ইউক্রেনে উল্লিখিত সময়ের জন্য সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিচ্ছি। ইউক্রেন এই উদ্যেগে সামিল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট। বলেছেন, এই যুদ্ধবিরতির সাফল্য কিংবা ব্যর্থতাই ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রস্তুতির বিষয়টি সামনে আনবে। রুশ সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং প্রতিপক্ষের উস্কানি প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন পুতিন।
তিনি বলেছেন, জ্বালানি অবকাঠামোর ওপর সামরিক হামলার ৩০ দিনের স্থগিতাদেশের শান্তিপূর্ণ সমাধান বের করার প্রতি স্পষ্ট অনিহা দেখিয়েছে কিয়েভ। তারা বার বার এমন করেছে। পুতিনের দাবি, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি রাশিয়ার অনুকূলেই এগিয়ে আসছে। রুশ বাহিনী ক্রমাগত তাদের অবস্থান এগিয়ে নিচ্ছে। রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং বেলগোরোডে ইউক্রেনীয় সেনাদের উপস্তিতি নিয়ে সতর্ক করেছেন তিনি। নিজের সামরিক প্রধানকে ওই অঞ্চলগুলো নিয়ে নিয়মিত রিপোর্ট করার আদেশ দিয়েছেন পুতিন।