বিশ্বজমিন
পুতিনের ‘ইস্টার’ যুদ্ধবিরতির ঘোষণার পরও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
মানবজমিন ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার সৈন্যদের এ সময়ে সব ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, পুতিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কি বলেছেন, সামগ্রিক যুদ্ধবিরতির ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেও এখনও কিছু কিছু স্থানে ইউক্রেনের বিরুদ্ধে অগ্রসর হওয়ার বা ক্ষয়ক্ষতি ঘটানোর পৃথক বা বিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। যদি রাশিয়া এখন সত্যিকার যুদ্ধবিরতে যুক্ত হতে চায় তাহলে ইউক্রেনও অনুরূপভাবে কাজ করবে বলে জানিয়েছেন জেলেনস্কি।
শনিবার রাতে এক্সের পোস্টে তিনি লিখেছেন, আমাদের পদক্ষেপ হবে সমান সমান। ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও টেবিলে পড়ে আছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ২০ এপ্রিলের পরেও যুদ্ধবিরতির সময় বাড়াতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের দিকে ইঙ্গিত করেছেন জেলেনস্কি। প্রস্তাবটিতে ইতিমধ্যেই সায় দিয়েছেন কিয়েভের প্রেসিডেন্ট।
পুতিনের ঘোষণার প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবাহ তার এক্সের পোস্টে লিখেছেন, পুতিন এখন যুদ্ধবিরতির জন্য কথিত প্রস্তুতির বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি এখন ৩০ দিনের পরিবর্তে ৩০ ঘন্টা দিয়েছেন। তিনি আরও লিখেছেন, দুর্ভাগ্যবশত তার বক্তব্যের সঙ্গে কাজের মিল না থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা জানি তার কথা বিশ্বাস করা যায় না এবং আমরা এবার তার কথার দিকে নয় কাজের দিকে লক্ষ্য রাখব।