ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভারতের গুরুত্বপূর্ণ শহর শ্রীনগরে আকস্মিক বন্যা ও ভূমিধস, ৩ জনের মৃত্যু

মানবজমিন ডেস্ক

(১৬ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ভারতের জম্মু-কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগরে ভারি বর্ষণ এবং মাটি ধসে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে শ্রীনগর ও জম্মু-কাশ্মীরের সংযোগকারী মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বন্যার পানি ও কাদামাটির প্রবাহে আটকে পড়েছে বেশ কয়েকটি যানবাহন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 
এতে বলা হয়, প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামবান। সেখানে অসংখ্য গাছ উপড়ে গেছে। গোটা এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার প্রবল ঝড় এবং বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিলে এমন দুর্যোগের মুখোমুখি হয়েছে কেন্দ্রশাসিত ওই অঞ্চল। 
উধমপুর পঞ্চায়েতের সাবেক সরপঞ্চ পরশোত্তম গুপ্ত বলেছেন, আকস্মিক এই বন্যায় এলাকাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিদর্শনকালে তিনি দেখেছেন সেখানের বহু গাছ ভেঙ্গে পড়েছে। সেখানের সড়কগুলোতে কাদামাটির স্তর স্থায়ী হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উধমপুর গত ৪-৫ বছরের মধ্যে এমন দুর্যোগের কবলে পড়েনি বলে জানিয়েছেন সাবেক ওই সরপঞ্চ। 
আবহাওয়া অফিসও সেখানের পরিস্থিতি সম্পর্কে একই মন্তব্য করেছে। তারা জানিয়েছে, রামবানের ধরম কুণ্ড গ্রামের প্রায় ৪০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-কাশ্মীর ও শ্রীনগরকে সংযোগকারী মহাসড়কের নাশরি ও বানিহালের কয়েক ডজন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলত সেখানেও যান চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সড়কটি যান চলাচলের উপযোগী করা কঠিন হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এক মুখপাত্র। পিরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের গুরুত্বপূর্ণ এই সড়কটি এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status