ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

সালাহউদ্দিন আহমেদ

সংস্কার কার্যক্রমে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে বিএনপি আন্তরিকভাবে এবং ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে এই সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছি।’

রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার মূলতবি হওয়া সংলাপটি রোববার সকাল ১১টায় পুনরায় শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার বিএনপির সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নেয় কমিশন। ওই দিন সংবিধান ও বিচারব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হলেও সব প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হয়নি।

রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলের অন্য চার সদস্য হলেন-স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

পাঠকের মতামত

BNP will be held fully responsible for failure of the July revolution.

Nam Nai
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ২:৪৭ অপরাহ্ন

বিএনপি সহযোগীতা করছে কি করছেনা তা জানা যাবে কমিশনের কাছ থেকে।

জামশেদ পাটোয়ারী
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ২:০৪ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status