বাংলারজমিন
কিশোরগঞ্জে জামিন পেয়ে আদালত চত্বর থেকে বের হতেই বাদীপক্ষের হামলা, আহত ৭
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারকিশোরগঞ্জে জামিন পেয়ে বাড়ি ফেরার জন্য আদালত চত্বর থেকে বের হওয়ার পরই বাদীপক্ষের হামলায় অন্তত সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে হৃদয় মিয়া (৩০) ও দুলাল (৪৮) নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহতরা আদালতে আশ্রয় নিলে সংশ্লিষ্ট আদালতের দুই পুলিশ কর্মকর্তার সহায়তায় আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক দু’জনকে ঢাকায় রেফার্ড করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর আগে অষ্টগ্রাম থানার একটি মারামারি মামলায় কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ এ হাজির হয়ে ১১ জন আসামি জামিন পান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ই এপ্রিল জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহেল মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে ১১ জন আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে বাড়ি ফেরার জন্য দুপুর ১টার দিকে তারা আদালত থেকে বেরিয়ে সংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে পৌঁছামাত্র সেখানে আগে থেকেই দাঁড়িয়ে থাকা মামলার বাদীপক্ষের অন্তত ১৫-২০ জন হামলা চালায়। হামলাকারীদের ছুরি ও চাপাতির আঘাতে হৃদয় মিয়া, দুলাল, দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলী (৩৫) আহত হয়।
আহত হৃদয়ের চাচা তাহের মিয়া জানান, আওয়ামী লীগের দোসর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়ার নেতৃত্বে তার আত্মীয়স্বজন ও শহরের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে নৃশংসভাবে কুপিয়ে আমার ভাতিজা হৃদয়ের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয় ও সারা শরীরে কোপায়। এ ছাড়া আমার চাচাতো ভাই দুলালকে বুকে, পিঠে ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।