খেলা
ডর্টমুন্ডের মাঠে হেরেও ৬ বছর পর সেমিফাইনালে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:২৩ পূর্বাহ্ন

অবশেষে ২৪ ম্যাচ পর জয়রথ থামল বার্সেলোনার। মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-১ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। তিনটি গোলই করেছেন সেগু গিরাসি। বার্সার গোলটি আত্মঘাতী। তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে ৬ বছর পর সেমিফাইনালে পৌঁছে গেছে কাতালানরা।
সিগনাল ইদুনা পার্কে এদিন বেশিরভাগ সময়ই ম্রিয়মান হয়ে থাকে বার্সেলোনা। গোলের দিকে ১৮টি শটের মধ্যে ১১টিই লক্ষ্যে থাকে স্বাগতিকদের। বিপরীতে ৭টির মধ্যে স্রেফ ২টি শট লক্ষ্যে রাখতে পারে বার্সা। যদিও বল পায়ে আধিপত্য দেখিয়েছে কাতালুনিয়ান ক্লাবটি। ৪-০ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার ওপর শুরুতে চাপ দেয় গতবারের রানার্সআপরা। ম্যাচের একাদশ মিনিটে ডর্টমুন্ডকে পেনাল্টি উপহার দেন বার্সা গোলকিপার ভয়চেক সেজনি। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন গিরাসি। এরপর একের পর আক্রমণ চালায় স্বাগতিক দল। বিরতির আগে আর কোনো গোল না হলেও সফরকারীদের মনে ভয় ধরিয়ে দিতে সক্ষম হয় ডর্টমুন্ড। প্রথমার্ধে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে বার্সেলোনা। যেখানে এই সময়ে ডর্টমুন্ডের ১০টি শটের ৭টিই লক্ষ্যে ছিল। মাঠে ফিরেই বার্সাকে আরও কোণঠাসা করে ফেলে কালো হলুদরা। ৪৯তম মিনিটে রামি বেনসেবাইনির হেড পাস থেকে নিজেও হেডে জাল খুঁজে নেন গিরাসি।
বিরতির আগে বার্সার আক্রমণভাগকে সবচেয়ে বেশি ভোগান রামি। ৫৪তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন এই আলজেরিয়ান ডিফেন্ডার। ম্যাচের ৭৫তম মিনিটে নিজের হ্যাটট্রিক গোলটি করেন গিরাসি। চ্যাম্পিয়নস লীগে এবারের আসরে এটি এই গিনি ফরোয়ার্ডের ত্রয়োদশ গোল। দুই লেগ মিলিয়ে তখনও বার্সা ৫-৩ গোলে এগিয়ে। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিক দল। এর মাঝে একবার জাল খুঁজে নেন ইউলিয়ান ব্রান্ডট। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেটি। বাকি সময়ে আর গোলের দেখা না মেলায় ৩-১ গোলে ম্যাচ জিতে যায় ডর্টমুন্ড। তবে দুই লেগ মিলিয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। চলতি বছরে প্রথমবারের মতো হারের গ্লানিতে ডুবলেও চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। কেননা তারা যে ২০১৯-এর পর প্রথমবারের মতো শেষ চারে খেলবে।