ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

প্রবেশপত্র নিয়ে জটিলতা

পরীক্ষা দিলো ১৩ শিক্ষার্থী শিক্ষক কারাগারে

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১৬ এপ্রিল ২০২৫, বুধবার

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দিতে না পারা সেই ১৩ জন পরীক্ষার্থী অবশেষে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অন্যদিকে উখিয়ার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. ইউনুসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান চৌধুরী।
তিনি বলেন, উখিয়ার হলদিয়াপালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বাংলা প্রথম পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষককে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় গতকাল ১৩ শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে। এখন থেকে তারা নিয়মিত পরীক্ষা দেবে। যে পরীক্ষাটা তারা দিতে পারেনি সেটা শেষে নেয়া হবে।
উখিয়ার রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, ১৩ শিক্ষার্থীকে কর্তৃপক্ষের তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রবেশপত্র দেয়া হয়েছে। এখন থেকে তাদের আর পরীক্ষা দিতে কোনো বাধা নেই। এর আগে প্রবেশপত্র না পেয়ে গত বুধবার এসএসসি’র বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তারা। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা করেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র আনতে গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইউনুস প্রবেশপত্র দিতে পারেনি। পরীক্ষা দিতে এসে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচারিত হলে কর্তৃপক্ষের নজরে পড়ে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status