বিশ্বজমিন
ভারতের প্রত্যর্পণের অনুরোধে বেলজিয়ামে মেহুল চোকসিকে গ্রেপ্তার
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) ঋণ জালিয়াতির মামলায় জড়িত থাকার অভিযোগে পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামের পুলিশ গ্রেপ্তার করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) সূত্র আজ সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ৬৫ বছর বয়সী এই ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ইকোনমিক টাইমস জানিয়েছে, পুলিশ চোকসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সময় মুম্বইয়ের একটি আদালত দুটি উন্মুক্ত গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করে। এই পরোয়ানাগুলির তারিখ ছিল ২৩ মে, ২০১৮ এবং ১৫ জুন, ২০২১। অসুস্থতা এবং অন্য কারণ দেখিয়ে চোকসি জামিন এবং তাৎক্ষণিক মুক্তি চাইবেন বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে ১৩,৫০০ কোটি রুপিরও বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে লন্ডন থেকে প্রত্যর্পণের অপেক্ষায় থাকা চোকসি এবং তার ভাগ্নে নীরব মোদীকে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) খুঁজছে। চোকসি, মোদী এবং তার প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালক সহ বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছিল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পিএনবি। মেহুল চোকসি এবং তার ভাগ্নে নীরব মোদী, যিনি লন্ডন থেকে প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছেন, তাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ১৩,৫০০ কোটি রুপিরও বেশি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।
পাঠকের মতামত
ভারত তাদের অপরাধীদের কে বিভিন্ন দেশের থেকে সরকারি ভাবে ধরে আনছে, আর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হাসিনাকে তারা পুষছে। সরকারের উচিৎ ভারতের নামে আন্তর্জাতিক মামলা করা