বাংলারজমিন
চট্টগ্রামে ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৪ এপ্রিল ২০২৫, সোমবারচট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপিএইচ কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শ্রমিকরা হলেন- সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকার রোশনের জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ স্টিল মিলস্ কারখানার ভেতরে অস্থায়ী শ্রমিক মোস্তফা ও রিফাত এসির কাজ করার জন্য কম্প্রেশার মেশিন নিয়ে ইলেকট্রিক্যাল হোয়েস্ট করে চতুর্থ তলায় উঠছিলেন। এ সময় লিফটের তার ছিঁড়ে দু’জনই নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাদের বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনিও মারা যান।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। নিহত দুই শ্রমিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুলকে একাধিকবার কল করা হলেও কল না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি।