ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পাবনায় আওয়ামী লীগের হামলায় ৫ গুলিবিদ্ধসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের হামলায় ৫ গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লুক্ষ্মীকুণ্ডা ডিগ্রিরচরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০), আলম (২৭) ও বাদশা (২১)। গুরুতর আহত পিল্লু ও সুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। 
আহতরা সবাই বিএনপি সমর্থক। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদী উপজেলার ডিগ্রিরচর এতদিন দখল করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক-কর্মীরা। ৫ই আগস্টের পর তারা পলাতক রয়েছে। গত পহেলা বৈশাখ থেকে ডিগ্রিরচর সরকার থেকে লিজ নেয় রিকাত আলী শেখ। লিজ নেয়ার পর থেকে মাঝেমধ্যেই নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল আওয়ামী লীগ সমর্থিত লোকজন। জানা যায়, রিকাত আলী শেখ তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকাবাসীকে নিয়ে সরকার থেকে লিজ নেয়া চরের সম্পত্তি দেখতে যান। এ সময় পাশের কলাবাগানের ভেতর থেকে আওয়ামী লীগ সমর্থক মুকুল মেম্বার, তরিকুল মেম্বার,  ও শফি মীরের নেতৃত্বে ২০-২৫জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় বেশক’জন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বার, তরিকুল মেম্বার, সরকার পট পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে চরাঞ্চলে গা-ঢাকা দিয়ে আছে। তারা সেখানে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status