ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, শনিবার

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ রীতা সাধু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সৌরভ সাধু (৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত গৃহবধূর স্বামী ও মেয়ে। গতকাল দুপুরে পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অপূর্ব ও তার মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। নিহত রীতা খুলনার কপিলমনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী।
পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যশোরের সাগরদাঁড়ি গ্রামের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রীতা ও তার ছেলে সৌরভ। ঘটনার পর পালিয়ে যাওয়া বাস ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ওসি মাঈনুদ্দীন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status