ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মানবজমিন-এর রিপোর্টের পর খেলার মাঠের সংস্কার কাজ শুরু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, শনিবার

ময়মনসিংহের ফুলপুরে ‘স্কুলের খেলার মাঠে ইট-বালু’ শিরোনামে ২০২৪ সালের ২৭শে সেপ্টেম্বর মানবজমিনে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর গত বুধবার ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবহেলিত খেলার মাঠটির সংস্কার কাজ শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। দলমত নির্বিশেষে সকল মানুষের প্রত্যাশা ছিল তাদের প্রিয় খেলার মাঠটি সংস্কার করা হোক। ঐতিহ্যবাহী এ খেলার মাঠের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের সোনালী স্মৃতি। জানা যায়, ১৮৮৩ সালে ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নির্মিত মাঠটি এতদিন ছিল গরু-ছাগল ও ইট-বালুর দখলে। মাঠের দু’পাশে সরকারি পাকা রাস্তা থাকলেও বাউন্ডারি দেয়াল না থাকায় সারাদিন শত শত যানবাহন চলাচল করতো মাঠের ভিতর দিয়ে। মাঠের ভিতর যত্রতত্র গাড়ি পার্কিং ও প্রভাবশালীদের ইট-বালু ও রড-সুড়কি রাখার কারণে নষ্ট হচ্ছিলো মাঠের সৌন্দর্য। তাছাড়া কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় মাঠের ভিতরে দেখা দিয়েছিল ছোট-বড় অসংখ্য গর্ত। মাঠের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিল পলিথিনসহ নানান ধরনের আবর্জনা। মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে মানুষের প্রস্রাব ও মলত্যাগের দুর্গন্ধে অতিষ্ঠ খেলোয়াড় ও দর্শকরা। ফলে মাঠটি ধীরে ধীরে খেলাধুলার অনুপোযোগী হয়ে পড়েছিল। তবে এখন মাঠটির সংস্কার কাজ শুরু করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। খেলার মাঠের সংস্কার কাজ দেখতে আসা শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের অবহেলায় মাঠটি এতদিন ধ্বংসের পথে ছিল। তবে সংস্কারের পর মাঠটি আবার খেলাধুলার উপযোগী হবে। 
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ, কে, এম আজাদ বলেন, মাঠটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। আশা করি সংস্কারের পর এটি আগের রূপ ফিরে পাবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status