বাংলারজমিন
সীতাকুণ্ডে দেলোয়ারের প্রতিবন্ধকতায় পানিবন্দি কয়েকটি পরিবার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, শুক্রবার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মীর দীঘির পূর্বপাশে, মীর জয়নাল আবেদীন সড়কসংলগ্ন স্থানে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নুর আলমসহ চার-পাঁচটি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কেয়ারটেকার নুরুল আলম মানবজমিনকে জানান, পাশের বাড়ির আব্দুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন কয়েকদিন আগে দীর্ঘদিনের পানি চলাচলের পথটি বন্ধ করে দেন। এতে আমরা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছি। টানা চারদিনের বৃষ্টিতে এলাকার পানি নিষ্কাশনের পাইপের মুখ বন্ধ থাকায় ঘরবাড়িতে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হয়েছে। সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দা জাহানারা, রাশেদ, শহীদ ও হালিমাসহ অনেকে জানান, পাইপের মুখ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং ঘরের মধ্যে পানি ঢুকে থাকার কারণে রান্নাবান্না করতে পারছে না ক্ষতিগ্রস্তরা। এলাকাবাসীর অভিযোগ, দেলোয়ার হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি নানা অজুহাত দেখান । অভিযুক্তকে ঘটনাস্থলে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পানি চলাচলের পথ খুলে দেয়ার দাবি জানিয়েছেন।