ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল

এসএসসি পরীক্ষায় ৩২০ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পেল জিপিএ ৫

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি

(১৩ ঘন্টা আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

mzamin

এসএসসির ফলাফলে এবারও সাফল্য অব্যাহত রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩২০ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার শতভাগ। এ সাফল্যের ফলে অর্জন করেছে ঢাকা বোর্ডের ১ম স্থান।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্তৃপক্ষ।

স্কুলের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছরই ঢাকা সহ সারা দেশের বোর্ড তালিকায় অন্যতম সেরা স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ১ম স্থান দখল করেছে। তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় বরাবরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সেরা ফলাফল করছে। এবারও শতভাগ পাসসহ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মূলত নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়েই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলাম।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ভালো ফল সম্ভব হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূলমন্ত্র হচ্ছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়। আবদুল কাদির মোল্লার সময়োপযোগী সঠিক দিকনির্দেশনা আর এক ঝাঁক তরুণ শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফলাফল অব্যাহত আছে।

স্কুলটি বর্তমানে ১৭৩ জন শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ৬০০ জন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status