ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

তাহিরপুরে গরিবের ভিজিডি চাল ইউপি সদস্যের পেটে

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, শুক্রবার

সুনামগঞ্জের তাহিরপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ভিজিডি চাল আত্মসাৎ ও সুবিধাভোগী দুই নারীকে এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৮ ও ৯ই জুলাই ভুক্তভোগী মোছা. রেহেনা বেগম ও মোছা. কমলা বেগম উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, উপজেলার বড়দল দক্ষিণ ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আবু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অসহায় নারীর নামে বরাদ্দকৃত সরকারি ভিডব্লিউবি (ভিজিডি) কার্ডের চাল আত্মসাৎ করে আসছেন। গরিবের চাল যাচ্ছে আবু মেম্বারের পেটে। ভুক্তভোগী রেহেনা বেগম জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে তার নামে বরাদ্দ পাওয়া ভিডব্লিউবি কার্ড (নং-০৪৮) ব্যবহার করে তিনি মার্চ ও এপ্রিল মাসের চাল উত্তোলন করেছেন। কিন্তু পরবর্তীতে জানতে পারেন তার কার্ডটি ইউপি সদস্য আবুর কাছে রয়েছে। কার্ড হাতে পাওয়ার পর তিনি দেখতে পান তার নামে অতিরিক্ত দুই মাসের চাল উত্তোলন করা হয়েছে। যা তিনি নিজে গ্রহণ করেননি। পরে বিষয়টি আবু মেম্বারকে জানালে তিনি টালবাহানা শুরু করেন। আবু মেম্বার এমন প্রতারণা কয়েক নারীর সঙ্গে করেছেন। কমলা বেগম বলেন, আমার কার্ডটিও আবু মেম্বারের কাছে ছিল। ফেরত পাওয়ার পর দেখি অতিরিক্ত চাল তোলা হয়েছে। চাল কোথায় গেছে জিজ্ঞেস করলে আবু মেম্বার নানা টালবাহানা করেন। একপর্যায়ে হুমকি ও গালমন্দ করে বলা হয় এ কথা যেন কারও কাছে না বলি। বললে কার্ড বাতিল করে দিবেন। দক্ষিণ বড়দল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলম মিয়া বলেন, ভিজিডি কার্ডধারী ভুক্তভোগী দুই নারী ইউনিয়ন পরিষদে এসে জানিয়েছেন তাদের কার্ডের বরাদ্দকৃত চাল আবু মেম্বার তুলে নিয়ে শুধু কার্ড তাদের ফেরত দিয়েছে। আমি, অপর ইউপি সদস্য জুয়েল মিয়া ও সামুয়ূন মিয়া আবু মেম্বারকে বলেছি চাল ফেরত দিয়ে দুই নারীর সঙ্গে সমাধান করে নিতে। কিন্তু সে তা করেনি। আবু মেম্বার বিষয়টি অস্বীকার করে জানান,  চাল তিনি আত্মসাৎ করেননি। তাদের চাল তারাই টিপসই দিয়ে নিয়ে গেছে। দুই নারীর ভিজিডি কার্ড তার কাছে ছিল। পরে তাদের ফেরত দিয়েছেন তিনি। কার্ড আপনার কাছে কেন ছিল জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম জানান, বিষয়টি তদন্তের জন্য সমাজসেবা মহিলা বিষয়ক সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status