ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘দেশের স্বার্থে ভারত থেকে সুতা ও কাগজ আমদানি বন্ধ করাতে সক্ষম হয়েছি’

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৬ এপ্রিল ২০২৫, শনিবার

বিটিএমএ প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেছেন, দেশের স্বার্থে ভারত থেকে সুতা ও কাগজ আমদানি বন্ধ করাতে সক্ষম হয়েছি। রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারো যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। গতকাল বিকালে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার হোয়াইট হাউজ প্রাঙ্গণে বেগমগঞ্জের ১৬ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল। এর একটাই কারণ- দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা। গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারো বাধাগ্রস্ত হোক, এটা আর চাই না। আমরা তারেক রহমানের নেতৃত্বে যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। যারা বিএনপি’র রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 
তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই অনেক সমস্যার সমাধান তৃণমূলেই সম্ভব। গেল ১৫ বছর দেশে জবাবদিহিতা ছিল না বলেই লুটপাট, দুঃশাসন, অনিয়ম করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এম এ হাসেম ট্রাস্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এমএ হাসেমের সহধর্মিণী ও বাংলাদেশের গর্বিত রত্নগর্ভা মা সুলতানা হাসেম। এ সময় উপস্থিত ছিলেন- আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সহধর্মিণী ফারহা রাসেল। অনুষ্ঠানে মোট ৪০ জন ব্যক্তিকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এজিএস হানিফ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status