ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ট্রাম্পের শুল্ক আরোপের জেরে আটকানো যাবে না মন্দা

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৮ অপরাহ্ন

mzamin

প্রেসিডেন্ট  ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে আর্থিক বাজারগুলো স্তব্ধ হয়ে যাওয়ার কারণে মার্কিন অর্থনীতি ক্রমশ মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। একথা বলেছেন বিশ্বের অন্যতম ইনভেস্টমেন্ট ব্যাংকিং সংস্থা জেপি মর্গ্যান চেজ- এর সিইও জেমি ডিমন। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে সকালের বাণিজ্যে আবারও স্টক এবং বন্ডের দাম আগ্রাসীভাবে বিক্রি হয়েছে। বুধবার রাতে প্রকাশিত একটি প্রতিবেদনে জেপি মর্গ্যানের অর্থনীতিবিদেরা লিখেছেন, ‘অন্য সব কিছু বাদ দিয়ে দেখলে ‘মুক্তি দিবসে’ ঘোষিত চড়া পারস্পরিক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তটি অবশ্যই ইতিবাচক। তবে, অন্যসব কিছু বাদ দেওয়া সহজ নয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তা এখনও উদ্বেগজনক।’

বিশেষজ্ঞদের আরও মত, এখনও ১০ শতাংশ সর্বজনীন শুল্ক আগের মতোই বহাল রয়েছে, যা বিশ্ববাজারে ‘বড় ধাক্কা’ দিতে পারে। এমনকি এই ধাক্কা হতে পারে ২০১৮-১৯ সালের বাণিজ্য যুদ্ধের ধাক্কার ৭.৫ গুণের সমান! তা ছাড়া, চীনা পণ্যের উপর শুল্ক ১২৫ শতাংশ বৃদ্ধি করা প্রায় ৮৬০ বিলিয়ন ডলার কর বৃদ্ধির সমান। এর পরেই প্রতিবেদনে তারা লিখেছেন, ‘মার্কিন বাণিজ্যযুদ্ধ এখনও শেষ হয়নি, বরং এটা কেবল শুরুর শেষ।’ আমেরিকা ও চীনের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে শেয়ার বাজারের ভবিষ্যৎ দোলাচলের মধ্যে রয়েছে। ফক্স বিজনেসের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে ডিমন বলেন, ‘আমি মনে করি সম্ভবত [মন্দা] একটি সম্ভাব্য পরিণতি।’

ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ কতদূর পর্যন্ত যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওয়াল স্ট্রিটে মন্দার আশঙ্কা বাড়ছে। জেপি মরগানের অর্থনীতিবিদরা আশা করছেন যে, এই বছর মার্কিন মোট দেশজ উৎপাদন ০.৩% হ্রাস পাবে, এটি হালকা মন্দার দিকে ইঙ্গিত দেয়। জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সিএনবিসির সাথে এক সাক্ষাৎকারে, জেপি মর্গ্যান চেজের নির্বাহী কর্মকর্তা বলেন যে, শুল্কের বিষয়ে জনগণের আশঙ্কা কাটিয়ে ওঠা উচিত এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সামান্য মুদ্রাস্ফীতি পরে মূল্যবান হয়ে দাঁড়াবে। বুধবার, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বাণিজ্যিক অংশীদারদের সাথে চুক্তি করতে উৎসাহিত করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে যদি তা না ঘটে তবে বাজারের প্রতিক্রিয়া আরও খারাপ হতে পারে।

সূত্র: সিএনবিসি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status